Meaning of Signs on Smartphone Charger | স্মার্টফোন চার্জারে চিহ্নগুলির অর্থ

Meaning of Signs on Smartphone Charger | স্মার্টফোন চার্জারে চিহ্নগুলির অর্থ 

Meaning of Signs on Smartphone Charger 


মোবাইল তো আমরা সবাই ব্যাবহার করি, কিন্তু মোবাইলের চার্জার এর যেই সিম্বল গুলি থাকে , সেই গুলি সম্বন্ধে আমরা কি কিছু জানি ... ওয়েল এটা জেনে আমাদের কি হবে, আমাদের মোবাইল তো চার্জ হয়া নিয়ে কথা তাই না। ওয়েট ওয়েট কনও কিছু প্রোডাক্ট- তে কনও সিম্বল-এর বা কনও কিছু লেখা থাকে , তার কিছু না কিছু ব্যাপার থাকে। ঠিক এই ভাবেই মোবাইলের চার্জার এর যেই সিম্বল গুলি থাকে সেই গুলিও কিছু না কিছু ব্যাপার থাকে। সিম্বল গুলি না জানা থাকলে আপনাকে হয়ত ভারি লস্কানের সামনে পরতে হবে ।  তাই জেনে নিন এই সিম্বল গুলির মানে কি।

নাম্বার ১ ... স্কয়ার সিম্বল - আপনি আপনার মোবাইল এর অরজিনেল চার্জার এর ভাল করে দেখলে , আপনি হয়ত এই সিম্বলটি দেখতে পাবেন । এর মানে হচ্ছে ''ডবল এন্সুলেটেড'' , এর মানে আপনার চার্জার -এর ভিতরে যেই তার গুলি আসে সেই গুলি কনও ভাবেই চার্জার-এর গায়ে লাগবে না বা আপনি বলতে পারেন কনও ভাবেই আপনার চার্জার সর্ট হবে না।

স্কয়ার সিম্বল


কিন্তু আপনি যদি লোকাল চার্জার ব্যাবহার করেন তো এতে কনও লোগো বা সিম্বল থাকে না,ডবল এন্সুলেটেড থাকে না তো এতে সর্ট খাবার ভয় থাকে।
আপনি যদি কনও মার্কেট থেকে চার্জার কিনতে যান তো অবশই খেয়াল রাখবেন এই সিম্বলটি আছে কি না, এতে করে আপনার সেফটি বেরে যায়।

নাম্বার ২ ...    (V) সিম্বল - বেশিরভাগ অরিজিনাল মোবাইল চার্জার-এর এই সিম্বলটি দেখতে পাওয়া যায় । এটিকে আমরা সাধারনভাবে (V) সিম্বল বলে থাকি। আসলে এটা (V)না, এটি রোমান হরপে লেখা ৫, এটির মানে আপনার চার্জার এর পাওয়ার এপিসিয়েন্সি ৫। এটি একটি স্ট্যান্ডের লেবেল । বেশিরভাগ মোবাইল চার্জার এর আপনি হয় তো এই ৫ লেবেলটি দেখতে পাবেন। এই জন্য সমস্ত লোকাল চার্জারকে সেফে মনে করে হয় না।

 (V) সিম্বল


নাম্বার ৩... HOME সিম্বল - এর মানে আপনি আপনার মোবাইল চার্জারটিকে সুদু মাত্র ঘরেই ব্যাবহার করতে পারবেন। যেই চার্জার বা প্রোডাক্ট হমে সিম্বল থাকে সেই চার্জার বা প্রোডাক্ট সুদু মাত্র ঘরের ব্যাবহার করতে হবে। এই স্যম্বল যুক্ত কনও চার্জার বা প্রোডাক্ট অন্য কথাও ব্যাবহার করলে বা কনও হাই ভোল্টেজ চার্জ দিলে আপনার চার্জার টি হয়তো পুড়ে যাবার সম্ভবনা থাকে। ২২০ ভোল্টেজ-এর বেশি ভোল্টেজে মোবাইল চার্জ করা ঠিক না। নাহলে চার্জার ব্লাস্ট হয়ে যেতে পারে। এই জন্য মোবাইল চার্জারে এই সিম্বল দেওয়া থাকে।

HOME সিম্বল


নাম্বার ৪... রিসাইকেল সিম্বল - এই সিম্বলটি সাধারনত সব ইলেক্ট্রিক প্রোডাক্টতে দেখতে পাওয়া যায়। এর মানে আপনার এই প্রোডাক্টটি খারাপ হয়ে গেলে আপনি এটিকে কথাও কনও রিসাইকেলে না ফেলে , প্রোডাক্ট কম্পানিকে ফেরত পাঠানো। যাতে করে কোম্পানি এটিকে রিসাইকেল করতে পারে।

রিসাইকেল সিম্বল


নাম্বার ৫... ISI সিম্বল - এই স্যম্বলটি সাধারনত অরিজিনাল চার্জার দেখা যায়, এর নামে আপনার মোবাইল চার্জার টি স্ট্যান্ডের কুয়ালিটি চার্জার। এই চার্জার আপনি নির্ভয়ে ব্যাবহার করতে পারবেন, চার্জারটি সেফটি ভাবে বানান হয়েছে।

ISI সিম্বল


এই হল কিছু ইনপ্রটেন্ট স্যম্বল যেই গুলি অরিজিনাল চার্জারে দেখতে পাওয়া যায়। এর সাথে এর ব্যাবহারও জানা হয়ে গেল। তো এরপর যকনি কনও চার্জার কিনবেন তো ভাল করে এই সিম্বলটি দেখে কিনবেন,যাতে করে আপনি বুজতে পারবেন যে চার্জারটি আসল না নকল।

যে কোনো অরিজিনাল চার্জার কেনার জন্য এই এখানে ক্লিক করুন ।


হোয়াটসপ-এর গুরুত্ত পূর্ণ সেটিংস্‌ গুলি জানার জন্য এই লিঙ্কটিতে ক্লিক করুন  http://bit.ly/33hNFM8

Post a Comment

0 Comments